কিউরিও দোকানে ইতিহাস জড়িয়ে তোমায়
গাছেরও যেমন পাখি, ফুল-ফল আবেশকাল
কিউরেটার এগিয়ে আসতেই বুঝলাম
এবার তোমার কথাটা বলতেই হবে, সাজিয়ে
সেও খুঁজে এনে দেবে বৌদ্ধ মূর্তি, কলম বা অন্যকিছু
সাজিয়ে রাখা ইতিহাসকে দেখবো,
হাতে তুলে নেবো আলতো করে, সু-দারুণ কচ্ছপ সব
বাঁচুক সৃষ্টিসুখের উল্লাসে।


ফিরে আসছি, খালি হাতে। কিউরেটার তো অবাক্
বললাম ‘ওর হৃদয় চাই, খুন করেছিলাম ওকে আগের জন্মে...’