নগ্ন কলকাতা-পথ ধরে হেঁটে চলেছি গুমোট অন্ধকারে
মেঘবৃষ্টির অছিলায় নাগরিক বাজ বিদ্ধ করছে বহুতল দেহ,
উরুর উপরিভাগ, সিক্ত, লজ্জা নিবারণের কামিজে লালসা ঘ্রাণ
উফ্, বক্তব্য ভেবে তাচ্ছিল্যের সুরে পুরুষালি তামাক এড়িয়ে গেলে, আবার।
আবার অতিক্রান্ত ঘড়ি সময়কে যাপনচিত্রের দ্বিখন্ডিত মুখোশে
সাজিয়ে নিলে। কেবল নিজ সংসারের সামনে স্ট্যাচু হবে বলে।
কথকথার এই জীবাশ্ম আভিজাত্যের মাঝে
সত্য নারীর স্বাধীনতাকে সম্মাননা দিতে পারবে!
অনেক টাকা রোজগারের ঐ মন নিয়ে কেবল নারীকে ব্যবহারই করবে,
এড়িয়ে যাবে নারীর আসল কষ্টকান্নাকে।
নারী নিজেও তো নারীরই শত্রুকথা। উপন্যাস।
নারীর কান্নারা কেবলই ঈশ্বরের জন্য গচ্ছিত।


ঈশ্বরের কোন লিঙ্গ আছে বলে বিশ্বাস নেই আর...