পাশেই ভেজা ঘাটে, হুগলীর স্রোতব্রিজে
ক্লান্ত নয়, ক্ষুব্ধ অবয়ব আজ নেই।
বিড়ি ও খিস্তি অনেককাল ঘুমাচ্ছে।
পাশে বসেছিল কলম নবারুণ।


লখাও চলে গ্যাছে ঘুঙুরস্নানের বেহুলাস্বপ্নে।
এখন বাঁ হাতে পুজোর অপেক্ষায় যুদ্ধ প্রদেশ...


উপত্যকা তো মরেই গ্যাছে, ল্যাটে চুকেছে
এখন তাই বিদ্রোহ নয়,
ক্ষুদ্র পাখির খাবার খাওয়ায় আনন্দ জাগে
উপত্যকা তো জেগেই আছে পাতা-ডালে।


শুধু কিছু মানুষ বলা চিড়িয়াখানার দল
মুছে গ্যাছে মহামারীর পরে।