উৎসব জেগে ওঠে গোধূলি নদীতে।


কত মাছ খেলা করে কবিতার স্রোতে
ঘুমাতে যায় পাখির আইসক্রিম সন্ধ্যা
আর পাঠক, বই ছেড়ে ওয়েবসিরিজে
আরাম করে আলোকবর্ষের একতারায়।


ক্লান্ত পাঞ্জাবির লালে নীল শাড়ির জ্যোৎস্না
জানিয়ে দেয় নগর নগরীতে
উৎসব জেগেছে মহাতরঙ্গের।


রক্তগোলাপী বলছিল বেশ--
উৎসবে মুখমশারী নেই।
হেসে বলেছি নিয়ম ভাঙবে তাসের দেশ
গড়িয়াহাট ক্রসিংয়ে।


তোমার আলতা পায়ের শব্দঝুনঝুন
মিশবে মাদলে বা মিশরে।