কতদূর দৃষ্টি?
ছোট ঘর, মোমবাতি, একটি স্থান,
বাসস্থান, এটুকুই যথেষ্ট।

অনেকগুলি মোমবাতি,
অন্ধকারে আলো।

নতুনত্বের চাহিদা নেই,
এটুকুই দৃষ্টি, দৃঢ়।