ঈশ্বর জাগলে ফেলে দেওয়া কবিতায়
বনজ গন্ধ প্রজাপতি হয়।
পরি হয়ে ওঠা শব্দের ঝুণ্ড খুঁজে পায়
সংক্রান্তি চিবুক।
ঈশ্বর কবিতার কাঠামো দেখে
এক এক করে বাছাই করে দল সাজায়।


শব্দের সাথে এই দলের বোঝাপড়া।


মাদল হাতে টুসু পরবের শব্দে
সাজিয়ে রাখা কবিতার পাতা
ঈশ্বরের খাদ্য হয়ে যায়।


ঈশ্বরের সুগার প্রেসার নেই
কিন্তু চিন্তা আছে।
ডাইনোসরের জুরাসিক সভ্যতায়
কেমন করে চিনে নেব মানুষের আদর।
মায়ের গায়ের নবান্নঘ্রাণ
আদর হাতের পাটিসাপটা - খেঁজুরগুড়।