মাসের মাইনে অনেকটা কোকিলবাসার মতোই।
সে এক স্বপ্ন রেস্তোরা প্রেম, আদরবাসার ঝকমকি
রোদ-ব্যাপারির না লিখতে পারা কবিতার তো লোন কেচ্ছা...
রাতে ঘুমনেশায় আরেকটু অবসাদে চৈত্রবাসা
বাঙালির না করতে পারা বিষণ্ণতায় আইপিএল ডিস্কো
ভুলিয়ে দেয় হেরে যাওয়ার গন্ধদের। ঘামে-ভিড়ে-চাপে...


ফিরছি নিজেই কোকিল হয়ে মাসের শেষে, ডিমহীন কাক
লিখছে কিছু একটা।


কবিতার মেলায় জ্ঞানহীন কাব্যবাসা গাইছে গান—
চাকরিটা আমি পেয়ে গেছি অ্যাডোরিনা শুনছো...