আজ মাংস ভাত নয়,
জেগে থাকা মানুষের অহংকার
পতাকার মতো উড়ছে
ভারতবর্ষে।
ইন্ডিয়া এখন বড্ড বেশি রাজনৈতিক।
ভারত, আমার ভারত,
আমাদের ভারত।


কোন একদিন রবীন্দ্রনাথ কলমে
এই ভারতবর্ষের নাম উচ্চারিত হয়েছিল বারংবার।
মায়ের মতোই মা, ভারতমাতা।


তবে সেই ভারতবর্ষ
কেন এত অহংকারী হলো।


কবিতাও জানে অহংকারের পতন নিশ্চিত।