মৃত্যুর আগে ও পরে শুয়ে আছে কবিতা।
বিহঙ্গ স্বপ্নে চিবুক লালসা
ধরা দিয়েছে মৃত্যুর মতই।
ক্ষত বিক্ষত বাঙালিরা একদিনের জন্য
পাঞ্জাবি আর রেস্তোরার ছবিতে
নৌকো বিহার করছে আদিম বাবু উল্লাসে।
ক্ষমতালোভী বাঙালি আজও আলোকবর্ষ দূরে
বসে থাকা রবীন্দ্রনাথের নতুন উপন্যাস
পড়তে পারেনি বলে হাহুতাশ না করে
নিজেই হয়ে উঠতে চাইছে রবীন্দ্রনাথ।


বিদ্রোহ অনেক আগেই ভুলেছে নজরুলের মতো।
এখন যেটুকু বিদ্রোহ হয়, সবটুকুই রাজনীতির জন্য।


হা পৃথিবী, একটাও কবিতা লিখতে পারেনি বলে
মৃত্যুকে চুমু খেয়েছি,
কবে বুঝবে ফাইভজি কবি-র দল।