এই যে তুমি
সাহায্য করো রোজ,
অজান্তেই, সাহায্য করো
না বুঝেও সে সবকিছু
মেনে নিতে বাধ্য হই।


সাহায্য ছাড়া আমি কী
কিছু করতে পারতাম,
হয়তো পারতাম,
তবু কেন নিজে করব!


তুমি তো আছো।
তুমি তো আছো।
তুমি তো আছো।


সাহায্য করো,
যখন আমি থাকব না,
তখনও করো।


জন্মকাল শেষেও তোমাকে চাই,
অকৃত্রিম ভালোবাসায়।