নেমে আসে ঘুম
তোমার আঁচল ধানের,
বহমান রোদ গ্রহ
এসে বসে উঠোন আদরে,
আন্তরিক হয়ে উঠি
সাজানো চিত্রনাট্যে


এরপর বহুকাল
ফিঙের বসন্ত
সাপের মিলন
আমার নোংরা ডেস্কে
শোভা পেতো


ওসবই  আঁকতে চেয়েছিলাম
বসুন্ধরার অমৃত চাহুনিতে