লেখার জন্য পৃষ্ঠা আর কলম চাইতেই
বলেছিলে নদীর উপর লেখো, মোহনা পর্যন্ত।
কলম কী হবে তামাকগন্ধ?
দামী মোবাইল তো কিনে দিয়েছি।
লজ্জা করে না রোজগার না করে
কবিতা, সাহিত্য সভা এসব করতে?


পুরুষের মতো ঘাম মাখিয়ে
রোজগার করো।
করতে শেখো।


হেঁসেছিলাম, রবীন্দ্র রচনাবলীর দিকে তাকালাম।
সামনেই জোড়াসাঁকোর বন্ধ গেট,
আচ্ছা, আমার কেন বৌদী নেই
আলোর মতো!