বন্দর ছেড়ে জাহাজ ভেসে গ্যাছে নীলে
কিছুটা শূন্যতা মাখিয়েছি, উজাড় দিলে।
দিল তো সবার আছে, কাঁদে আর কজন
আমরা শিখে নিয়েছি জীবনের যাপন।


ভেসেছি স্রোতে। ভেসেছি অন্য আলোর খোঁজে
দিন শেষে জীবন, শ্রান্তিতে চোখ বোজে।
তবু সকাল আসে, আলো-চা আর হাসি মুখ
জীবন আসলে বেছে ন্যায়, যেটুকু চায় সুখ।


জেগে ওঠে নতুন দিনের আলো
আমার শব্দরা প্রশ্নে, কতটা ভালো,
তবু আকাশ থেকে শিশির নামে
ভালো লেগে নতুন দিনের খামে।