কবিতারা মলাট পায় এমনও দিনে
ছোট্ট বাবাকে নিচ্ছি বর সাজে চিনে।


কত আনন্দ লেগে আছে পাল্কিসময়
মাথায় টোপর দিচ্ছে দায়িত্ব অভয়।


ছেলে তো কবেই হয়ে গ্যাছে বড়
বলেছে আমাকে হাতটা তো ধরো।


সেই প্রবাসী দিন, ছোটবেলার হাসি
পুরোনো অ্যালবাম বড্ড ভালোবাসি,


ডাক্তার হয়ে ওঠা, সেবা করার ব্রত
সে তো আমারই, ছোট্ট দেবব্রত।


সুরভি ছায়া সুন্দর হোক স্বপ্নজীবন
বাঙালিয়ানায় করব বৌমা আপন।


দুঃখআনন্দে, একাসাথে পরিবার
সমুদ্র বড় হলেও, আনন্দ সবার।


প্রিয় মুখের দল, নিমন্ত্রণ জুড়ে
আনন্দদিনে আসব সব ঘুরে।


কবিতারা মলাট পায় এমনও দিনে
ছোট্ট বাবাকে নিচ্ছি বর সাজে চিনে।