আটলান্টিকের জলে যে পান্ডুলিপি ভাসিয়েছিলাম
কৈশোর সন্ধ্যায় সে অমৃত
প্রদীপ হয়ে জ্বলে
আমার না কবিতার নৌকোতে।


দূরে উদাত্ত রেলগাড়ি
মন্দির ঘন্টার সাথে মিশছে
সিরিয়ালের রাসমণি হাসি।


আমার ঘরে টিভি নেই
ছোটফ্রিজ আর কলের জল।


কত জীবন জাল ফেলব, মাঝি হবো
ভেবে ভেবে পান্ডুলিপি সামলাচ্ছি।


বইয়ের সেল্ফে
সঠিক কবি হওয়া বদলে
রয়ে গেলাম পূজারী হয়ে
এক টুকরো স্বপ্ন চাঁদে।