আমি কেওড়াতলা যাবো, তুই কী সেখানে যেতে চাস!
শৈশব, কৈশোর, যৌবন এখনও বিচরণক্ষেত্র।
তুই এসব ছেড়ে আমার সাথে সমাধিদহনে যাবি!
অবাক লাগে, একটা শিশুর মতো সৎ প্রাণকে
এসব প্রশ্ন করেছি একাকীত্বের অমানিশায়।
আলোহীন এক জীবনে, বাঘ চোখ নিয়ে খুঁজেছি অমরত্ব।
আলোর বদলে জোনাকি পেয়েছি,
দূরে তারার দল, আর বড়লোকী আরবানায় লাল আলো।


পাইনি, সেই সূর্য চুমু।
এই যে তুই হামি দিলি,
পূর্ণ হলো খোঁজ।


আর জিজ্ঞেস করবি, কোথায় যাব,
যা করব, সবই অনির্দিষ্ট, পরিকল্পনাহীন।


এই যেমন কেওড়াতলা।