নতুন করে সিনেমা দেখে কী করব!

এক জীবনে হাজার সিনেমা
মেখে নিয়েছি দুহাতে, দুই আয়ুরেখায়।
অতীতের নরম জল,
পাহাড়ে বাঁধাগুলো
পেরিয়ে এসেছি।

এখন চোখ মেলে দেখি
তিনটে গাঁদা অপেক্ষা করছে
হাসি কান্নার শেষেও
এক সুখ বাড়ি অপেক্ষা করে
স্মৃতিকথায়।
নীরব ভাবনায়।

এসো, সিনেমা দেখি,
এসো, এসো, এসো
জীবনটাকে দেখে যাও...