পেরিয়ে এসেছি দুঃখ, আজ তো আনন্দক্ষণ
এ দিনের জন্যই বেঁচেছিল পাগল এ মন।


শরীরজুড়ে জ্বর লেগেছে, আকাশজুড়ে পলাশ
নতুন দিনে আজ বাঁচাই সত্য জীবন বিলাষ।


তুমি ছিলে তাই আগলে রেখেছ আমায় রোজ
সংসার কী বুঝিনি, কেটেছে জীবনের খোঁজ।


এখন চাঁদ নামবে রাতে, গন্ধরাজের ব্যালকনি
হাত দেখা বাখওয়াস, চুমুতেই দূর হাটে শনি।


নতুনের দল, উদযাপন করে, ভালোবাসে হাসি
জীবন আসলে কবিতাই, অনন্ত আলোপ্রত্যাশি।


ফিরব এই বাংলায় সাধারণ হয়েই আবার তিস্তা
কথা দিলাম আঁকব ছবি, লিখব না দিস্তা দিস্তা।