তোমাকেই বলার ছিল, গাছকথাদের কৌটো
স্রোতের নদী, জলোচ্ছ্বাস, পরিবার তো যৌথ।


নাবিক মনের, ভাবুক আমি, আমি মানে তুমি
তুমি আমার মিষ্টি সোনা, ক্যাটবেরি ও দুষ্টুমি।


বিরিয়ানিহীন পেরিয়ে আসি বৃষ্টি দিনের কাব্য
বন্যা নামছে চোখটি জুড়ে, দুঃখবিলাশ নাব্য...


আষাঢ়-ভাদ্র পেরিয়ে আশ্বিন নীলকন্ঠ উড়বে
প্যান্ডেল তৈরি, হাত ধরে আমার সঙ্গে ঘুরবে।


তাঁতের শাড়ি, ছোট্ট টিপ, ফুল ব্লাউজে ছাপা  
আদর করবো উৎসব আবৃত্তি, আবেগ-মাপা...


পকেটে আজ ক্যাডবেরি আছে, আমিও ফিরছি ঘর
কানের মধ্যে বেজে ওঠে শুধু মন, তোমার কন্ঠস্বর