আমায় অল্প মশলায় সুস্বাদু রান্না করে দাও।


ঝাল মশলা আর নিম্নমানের গলদা-রেস্তোরায়
সেলফি তোলা যায়, পেটের সুখ হয় না মিতু...
আমি তোমার হাতের রান্না চাই।
তোমার ভালোবাসার স্বাদ লাগুক মায়ের মতোই।


এই তো রেগে গেলে, আমার মায়ের নাম শুনে
মিতু আমার মায়ের সাথে ঈর্ষা না করে—
একটু বোঝো, তুমিও তোমার সন্তানের কাছে
নস্টালজিয়া।
তোমার সন্তান তোমায় মনে না রাখলেও—
আমি রেখেছি, আমার মা-কে, অনেক জীবন...