মা, তেলের শিশি ভাঙে না আর!
কেন ডাকাত সৈন্য বারুদ মাখা,
নিজের ঘর সাজানো থাকলে
মা, তাকেই কী বলে ভালো থাকা!

আফগানিস্থান থেকে ইউক্রেন
ক্ষমতার জন্য মরে নীরিহ প্রাণ,
নেতারা কুটনীতি ও ন্যাটো বলে
বীরপুরুষহীন শান্তিরই গান!

তেলের দাম বাড়ছে রোজ
কেউ তো করে না আর রাগ,
অনলাইনের যুগে মত্ত সেল্ফি
সাধারণের জন্য গলায় না নাক!

আসিফ নামে একটি ছেলে
খুন হয়ে যায় বীরপুরুষের দেশে,
সিড না সিবিআই এসব বলে
কোথাকার জল কোথায় মেশে।

মা, একটু যদি টিচার সেজে
করি আমি খেলা খেলা স্কুল,
শিক্ষা দিতে চাই সমাজকে
এটাই কী তবে আমার ভুল!

বাবা রোজ সাইকেল চালিয়ে
চলে যায় কত্ত দূরের আপিস,
আমার জন্য আনবে রাজকুমার
দুষ্টুদের করে দেবে ভ্যানিস।

সেই আনন্দে বাঁচি না আমি
বোমারু বিমান, ট্যাঙ্কার রাস্তা
এখন খুব বিপদ পৃথিবীতে
খাবো না আমি ম্যাগি পাস্তা।

যাবো আমি স্কুলের ফুল গাছে
একটু হাসতে চাই নিজের মতো,
স্কুলই ভালো, ভাল্লাগে না মোবাইল
খেলার সঙ্গী চাই, মিটুক মনের ক্ষত।

রাগ করো গো তোমরা সবাই
তেলের দাম বাড়ছে যে রোজ,
যুদ্ধ শেষে কাঁদছে উদ্বাস্তু শিশুরা
রাষ্ট্র, কবে নেবে তাদের খোঁজ!