সময় হয়েছে এবার
শান্ত হয়ে বসতে হবে ছায়ায়।
হাঁটতে হাঁটতে অনেকটা পথ
অজান্তেই চলে এসেছি,
অজান্তেই হারিয়েছি।
এই বিস্তীর্ণ জঙ্গলে হারিয়েছি।
হারিয়ে গিয়েও ভয় নেই
জীবনের কাছে নতুন প্রত্যাশা নেই
মৃত্যু ভয় নেই।


মানুষের দল আমাকে মারতে চেয়েছিল
পশুরা তো আর ছেড়ে কথা বলবে না,
দরকারে মারুক।


তবু ছায়ায় বসে থাকি কিছুটা সময়,
অনেক সময় এখন আমার
মৃত্যু আগে অনেকটা সময়
অনেকটা।