নতুন আলো যোগ হলেই
জেগে ওঠে মেঘসাগর।
মেঘের নীল, কুয়াশার শীত
সমস্ত পেরিয়ে জ্বেলে রাখা চাঁদে
সূর্য মেখে নেয় কমলালেবু।
নরম বারান্দার সুখে
আচার গন্ধ, বড়ির সৌরভ
সমস্ত মিশে যায় আনন্দে।


আনন্দ আসলে বেঁচে থাকা,
বাঁচিয়ে রাখা যৌবনে
ভেসে চলা, আজীবন, অনন্তকাল।