ফোন আসে, হঠাৎ করেই ফোন আসে।
এরপর দীর্ঘ স্তব্ধতা।
সমুদ্রের মতোই নীরব। আত্মহুতির মতোই স্পষ্ট।

অনেক দিন পর
ফোন বেজে ওঠে। দরকারে।

জীবন এমনই।
ফটো তোলার আগে ও পরে
মাঝামাঝি স্থানে অন্তরায়।