চিন্তারা বারুদে অবসরের পথ্য হয়ে বই এগিয়ে আসে।
গ্রাসট্রিকের পর কচুরিহীন জীবনটাই ক্ষত, বৃদ্ধ প্রবাসে।
কোকিলের মতো ডাকছে বউ, বাজার যেতে হবে
কলম করা গোলাপ ফুটেছে, আমার সাজানো টবে।
অল্প সুখেই সুখ খুঁজে পাই, বাংলা ভাষার মতো
যখনই যুদ্ধ লাগে, মাতৃভাষার কাছে হই যে নত।

কাঁটাতার নিয়ে ক্ষমতা লড়াই, কোটি টাকার ধ্বংস
কে যে বলে মরে গ্যাছে দুশাসন আর কংস।
প্রজাতন্ত্রের নামে নেতারা জন্মায় বদ হজমের মতো
নলেন গুড়ের রসগোল্লা প্রণাম তোমায় শত শত।

খাবারের কথা বলে, ভুলে থাকতে চাই যুদ্ধরক্তকান্না
বিশ্ববাসী পরমাণু চায় না, চায় সংসার হাসি রান্না।