টিফিনে এক গাদা নুন দিয়ে তরকারি দিয়েছিল ও।
ফেলে দিলাম ডাস্টবিনে,
এমন করি অনেক সময়। বদরাগি।
অফিস চাপের রাগ কমাতে,
সবটা বাড়ির গৃহিনীকে।


পড়ন্ত বিকেলে সেই গৃহীসুখেই ফিরছিলাম।
দেখলাম ডাস্টবিন থেকে টিফিনের প্লাস্টিক তুলে খাচ্ছে
এক বৃদ্ধ।
সে পাগল নয়, গৃহসুখও চায় না,
খেতে চায়। বাঁচবার জন্য খাদ্য চায়।
আর আমি খাবারে রাগ দেখিয়ে
বুঝে পাই না কী লিখব!
অণুগল্প না ছোটগল্প।