বৃষ্টি ভেজা হাসিতে কবিতা নয়
তুমি লেগেছিলে পাড়ার মোড়ে।
ধুনুচী নাচ, গন্ধের উদযাপনে
তুমি তখন সুচিত্রা, আমি অণির্বাণ
বুঝতে পারছিলাম আমার জন্মদিন
মৃত্যুদিন প্রেমের বন্যতায় কাব্যহীন।


দোলের আবির নয়, সিঁদুর লাগিয়ে দিতে
ইচ্ছা করছে। বিসর্জনে।


বিসর্জন গানে মিশে যায় মা, স্ত্রী আর তুমি।
তুমি আমার কবিতা,
কবিতা অতীত আলো...