ভালোবাসার শুরুয়াৎ নেই, শেষ তো জান্নাত
অনন্ত সাগরে ভেসে চলেছি আত্মার ঢেউয়ে।
প্রেম করছি না, আদর মাখছি সকাল সন্ধ্যা
তোমার ঝরনা সকালে অভিবাদনরত ফুল
এসবই শিখিয়ে দিচ্ছে।
বুক পকেটে যে নোটখাতায় খেলার মাঠ
দুচাকার গন্ধ আগলে রেখেছিলাম সবুজ অরণ্যে
তাই হয়ে উঠছে করলা নদী।
ভাটফুল হাসছে গাঙের মাছরাঙা রঙে
তুমি ভেসে চলেছ পাখির মতো বৌদ্ধ স্নানে।


তোমার আত্মাকে শুধু চুমু নয়
মাখিয়ে দিচ্ছি একশো জন্মের আদর...