আরোগ্য খাদ্য।
ভেজাল খাদ্যের চেয়ে
অনেক বেশি সুখের।


নারীকে নির্যাতনের পূর্বে
জেগে ওঠে আগুন চোখ,
সে চোখের মতোই ভাত চাওয়া মুখ
আজ আর ফ্যান চায় না।


খাদ্য বাহারি নয়
ক্ষুধা নিবারণ, আরোগ্যের।


শ্রেণি তখনও বৈষম্যের ছিল।
এখন আমরা শিক্ষিত
অনেক বেশি বোদ্ধা।


পয়সাও নষ্ট করি, নিজের মতো
ভেজাল পৃথিবীর আয়নায়।