মেঘলা মকরে সন্ধ্যা এ সকালেই।
বৃষ্টির গাঢ় শীত আমার চোখ জুড়ে
বুনে দিচ্ছে নিশ্চিন্ত এক অহংকার।
নবান্নের আত্মীয় শুভেচ্ছা
সংক্রান্তির পাটিসাপটা, পুলিপিঠে।

আজ ভেবেছিলাম জসীমুদ্দীনমিঞার সাথে বসব।
সময় কোথায়!

সকাল থেকে ল্যাপটপে কাজ চলছে প্রোজেক্টের।
জানুয়ারি এলে মনে হয়
তুমি আসবে আত্মীয় হয়ে একদিন।

একদিন তো অনেক জন্ম হতে পারে,
কী বলো অর্পিতা...