সকালের চা-বিস্কুটের সাথে দেখা হলো।
সুনামী উঠবে মনে হয়।

সুখ এখানে বারো মাস।
সুখ আগেও বিচরণ করত
আগ্নেয়গিরির মতোই।

জীবন তো প্রশান্ত মহাসাগরের
ফায়ার অব রিং নয়।
জীবন শুধু তোমার জন্য প্রিয়তমা...

আর সাগর
সে তো তোমার চোখে।
ঘুমিয়ে থাকুক,
সাগরের আগ্নেয়গিরির ভয়ংকর তাপ
এক শালিখের মতো তীব্র।

হাসিময় দু শালিখ দেখতে থাকো-
আমার পকেটের কার্নিশে
গোলাপ বাগিচার কাশ্মিরে...