দুঃখকে পুষে রাখি কোটর জীবনে।
জীবন ছায়াবৃক্ষ নয়
অদ্ভুত এক গল্প কথার পার।
এ পারে নদীর শব্দ ঝলাৎ ঝলাৎ
জাহাজের সাইরেন
বড় ট্রলারের ছেড়া জাল যেমন ভেসে আসে
তেমনই ঘুর্ণিঝড়ের তীব্র আওয়াজ
রেখে যায় বাজের গন্ধ।
ভরা কোটালে নোনা চুমুর স্বাদ।


দুঃখের জীবন্ত চুল্লীতে
আমার না পাওয়ার ফ্যানা ভাত
বড্ড ক্লিশে।
অন্ত্যমিল মেলানো টু লাইনারের হা হুতাশ।


ছুড়ে ফেলে দাও আমার কাব্যগ্রন্থ
পুড়িয়ে দাও আমার উপহার
ছিন্নভিন্ন করে দাও আমার পান্ডুলিপি
শুধু জেগে উঠুক এক আশা
যে আশায়
লক্ষ লক্ষ মানুষের মুখ
দুঃখ ভুলে বাঁচতে পারে।
হাসতে পারে আরও একবার।


আমার দুঃখবিলাশকে তাচ্ছিল্য করো
তবেই তো পাবে কবিতার আলোড়ন
তোমার চোখের ঘাটে...