রাত গভীরতর হতেই
জেগেছে মায়ের মুখ।
নীরবতা পেরিয়ে অসীম আকাশ।
স্পর্শ করছে মানবী চোখ।

শত কষ্ট, অন্ধকার জীবন
সমস্তটুকু উপেক্ষা করে
জন্ম নিচ্ছে আলো।

দূর থেকে আলোকেই
দুর্গা মনে হয়।

উদযাপন কেবলই সময়ের অপেক্ষা
মানুষ জন্মে ...