পুজোর সামগ্রী সাজাতে সাজাতে
কবিতার শব্দরা হারিয়েছে
সমুদ্র পুরীর নুনে।

কত ফেনাজল
কত বিষাদ
চুমুতে মিশেছে
রথের গন্ধে।

কবিতা এখন ঘুমায়
জিলিপি পাঁপড়ে।

রথে জগন্নাথ,  বাজনা শব্দ
হৈ হৈ উঠেছে।

কবিতা নয় সুভদ্রায় দেবী জাগছে
খুঁটি পুজোর শেষে মা আসছে।

মা দুর্গা আসছে।