চুপ করে দাঁড়িয়েছিলাম।
অপেক্ষায়।

ফুলের নির্যাসরং এতক্ষণে স্পষ্ট।
গত সপ্তাহে এই রংটাই দেখতে চেয়েছিলাম।

কবরের সামনে প্রিয় মানুষের জন্য
দীর্ঘ অপেক্ষার ভোর।

বৃষ্টিস্নাত শরীর বড্ড পবিত্র লাগছে।
আষাঢ়ছুটি লুকিয়ে রাখে কান্না,

মন ভালো করার জন্য খিচুড়ি তো
ওঁরও প্রিয় ছিলো আষাঢ়।