গাছ ধীরে ধীরে কাঠ হয়ে যায়।
কাঠ থেকে অঙ্গার।

নাটকের দৃশ্য শেষে বাড়ি ফিরি।

স্ত্রী সন্তান হয়ে ওঠে গাছ।

আর আমি
পরিণত হয়েছি কাঠে।