জোনাকি রাত,
নিস্তব্ধ।
একাকী।
বাইরে রাস্তার আলো।
এখানে খড় ছাদ
বাঁশের গন্ধ
আর
আমার ম্যান্ডোলিন।


কেউ নেই চা আর কাপ প্লেট ছাড়া।
ওরা বলছিল আজকের সুর
ওদের তৃপ্তই করেনি,
কাঁদিয়েছে,
নীরবে, নিভৃত জোনাকি জ্যোৎস্নায়।