কিছু জানতে পারলে!
কালকের ঐ লেখালিখির কারণ!
কিচ্ছু জানতে পারলে না,
অসম্ভব বাজে লেখা
ছন্দহীন কিছু ট্র্যাশ কেন!


আর কিছু জানতেও হবে না,
কী হবে এতো জেনে!
একটু আরাম করে এসি চালাই,
ছন্দ লিখে রাখি বরফ শহরে।


কঠিন পৃথিবীর মাঝেই
এক আকাশ আলো
বিদ্যুৎ।


আলো নিয়েই বাঁচি
ও কেন কবিতা লিখতে পারল না
সে কথা আমি জেনে কী করব,


গাছ কেটে শিল্প গড়ব, ফ্ল্যাটে পাহাড় চূড়ায়
গুনে রাখব টাকা।
যেখানে ইডি, সিবিআই নয়
বাস করবে স্বপ্নের একাকীত্ব।