বসে থাকি।
আস্তরণের দুঃখের উপর
গুহামানব এসে দাঁড়ায়।
এখানে ছায়া, নদী, ফুল
কিছু গাছকৌটো
কিচ্ছুটি নেই।
বসেই আছি।

মৃত ভাবতেই পারে ফসিলস সভ্যতা।
আসলে জীবিত।
ভীষ্মের মতোই দৃঢ় সত্য...