সূর্য মাথার উপরে,
ফিরছি ভোট চিহ্ন আঙুলে,
মনের ঠোঁট ঠান্ডা জল খুঁজচ্ছে
আমি খুঁজছি আস্থাছায়া।


কেন ও কাকে ভোট দিলাম।
এই ভোট কী মৃত্যুর পরে মূর্তিদের
শিখিয়ে দিতে পারবে
যাপনচিত্রের অভ্যাস।


মন, আমার উপর বেশ বিরক্ত,
এই গরমে এসি রুম থেকে কেন আনলাম ওকে...
আমার চোখের দিকে তাকিয়ে বলে উঠল,
‘তোমার চোখের মণিতে ভোট চিহ্নটা স্পষ্ট’


হেসে, দূর চিলের দিকে তাকালাম আরও একবার...