ভাঙা রুলার প্রশ্ন করে সঠিক বেঠিক ইস্টবেঙ্গল
সীমান্তের ছায়া পাখিরা প্রান্তিক, জঞ্জাল।
হিসেব করেনি চুলের গভীরে কবরের নিউরন
কার হাতে তুলে দেব, প্রজন্মের ব্যাটন...


কতটা পথ পেরিয়ে এসেছি অনুবাদের চোখে
ঘুমিয়েছিল বাস্তিল দূর্গে কবিতাহীন শোকে।
জ্বর এসেছে নতুন করে, শিখতে হবে কান্নাষুধ
গিলে খাচ্ছি আমরা ক’জন কেবল বুদবুদ।


রং লেগেছে টনসিলে, মেঘের চোখেও জল
হারিয়ে গেছিস মন তুমি, প্রজেক্টহীন স্টল।
না বোঝা কবিতারা তোমায় প্রশ্ন করে ঘুমে
কতটা শান্তি সাজিয়ে রাখলে ড্রয়িংরুমে...


বুকে মধ্যে মন নেই, মন তো মুহূর্ত চুরি হয়
মেলেনকালি আঁচলশাড়ি, সুখের আত্মপ্রত্যয়।