“আমরা করব জয়...” গাইতে গাইতে ছেলেটি উড়ে যেতেই
তোমার বুকের মধ্য গগন থেকে বিকাশিত জ্যোতি
আমার পার্ক সার্কাসের ময়দান দিল-কে স্পর্শ করল।
চিবুক কাব্যের আঁচিল বেয়াদপ নামের খলনায়ককে পেরোতেই
লাজুক না বুঝতে পারা কন্যা সেতার বাজিয়ে উঠল।


ঐ ছেলেটি এখন উড়ছে মায়াবী দক্ষিণ আকাশে
মা তারা থেকে চৈতন্য প্রেমী নাবিকের দলও
অস্থির হয়ে উঠছে তাঁকে একবার দেখার জন্য।


সবাই তাকেই পেতে চাই। অভীষ্ট লক্ষ্য।
ঠাকুর-নারী-টাকা।


বিবর্তিত আধুনিক সমাজ এরপরেই তৈরি হয়, আলতামিরে...