বাবুলগাম পঞ্চাশ পয়সা দাম।  


বিশ্বকাপ ফুটবল তখন শেষ।
বাচ্চাদের মতো মারাদোনার কান্না
আমায় আঘাত দিয়েছে তখন।


তবু মারাদোনার দৌড়ের সেই কার্ড
আমাকে বাঁচিয়ে রেখেছিল।
তৃতীয় বিশ্বের ছোটবেলার স্বপ্ন
বাম রাজনীতির মেহফিলে উদাত্ত কণ্ঠে ধর্মঘট থেকে সভা, পলিট্রিক্স সবই ভাসিয়েছিল আবেগে।


বাঙালির অভিমান আর আবেগের তেকাঠি
বাঁচিয়ে রেখেছে ডালভাতের মাঝে বিরিয়ানিতে।
মেজাজটাই তো আসল রাজা।
মারাদোনা।
মা, আবার তোমাকে সত্য ভমার ওখানে দোকানটায় নিয়ে গিয়ে বলতে ইচ্ছা করছে-
মা, মা মাসের শেষ, তবু একটা বাবুলগাম দেবে!


(দোকানটি আজও আছে, শুধু বাবুলগামের দিয়েগো এখন অমিল)