বনপাহাড়ের এপিটাফে শ্যাওলা আমায় গ্রাস করেছে, তুমি নদীস্রোত, তাই বুঝতে পারনি সেসব অছিলা। ভাঁজ ভঙ্গুর সম্পর্কের আস্তরণে পলি নেই, রয়েছে সামগ্রিক শীতলতার সাপ। সে সব সাপকে অভিশাপ না ভেবে আরোগ্য ভেবো। এককালীন নাবিক মননের সমাপ্তিতে বুঝবে আমার বকুনিতে ওম মাখানো ছিল। তুমি পুরুষালী গন্ধকে অগ্রাহ্য করে এগিয়েছো অদূরবর্তী উপত্যকার উপনিবেশে। তুমি ক্রীতদাস হতে চেয়েছো, রানী নয়। তাহলে ফিরে আসতে বনপাহাড়ে, পাহাড়িয়া ফুল নিয়ে কমলালেবুর ঘ্রাণে। বুকের গভীরে এখন রক্ত নয়, কবিতা সংবহনতন্ত্র উজ্জ্বল, এ দ্যুতি ভালোবাসা, অসীম স্পর্শে অভিরেখার...