বন্দে ভারতে জলপাইগুড়ি যাবো।
মনের মধ্যে কালবৈশাখী
বুকের মধ্যে ছবি আঁকা সংকলন।
স্নেহের চোখে তোমার হাতের চা
আর
যেতে পারছি না বলেই
জেগে উঠছে রহস্য।


যাবো আমার শৈশবে
ছেলের হাত ধরেই
বিশ্রাম নেব,
নিভৃতে।


আগুনের গন্ধ মাখা সেই গাছতলা
একবার জার নেবো ছোটবেলার।


বুড়োবেলায় বন্দে ভারত
আচারের মতো খাচ্ছি
লুকিয়ে লুকিয়ে।


ঐ তো মা বড়ি দিচ্ছে নরম রোদে
ডাঙ্গুলি নয়, এই মরসুম ক্রিকেটের
তিস্তার জল কম, অনেকটাই কম।