বৃষ্টি কেমন করে নদীর সাথে বন্ধুত্ব করেছিল
তা জানার জন্য
প্রাগৈতিহাসিক বই পড়তে হবে না।
একবার নারীর চোখে
গভীরভাবে তাকিয়ে দেখ।
বাকী উত্তর তোমার জানা।
অজানা নিম্নচাপের আকাশ
পরিবেশেরই ফলাফল।


সবুজ গাছের পাতার মতোই
জীবন বেড়ে উঠছে
এই মাটির বাসভূমিতে।