সিন্দুকে হীরের ছন্দে কেউটেও ছিল।
সন্তানের চোখে বটগাছের ছায়া,
প্রশ্নের উত্তর খুঁজছে আধ্যাত্মবাদের দুপুর রান্নায়,
ভয় চোখের অতিমারী অন্য দ্বীপের বাসিন্দা,
এখানে নিয়ন আলো
লোকাল ট্রেনের কথা শোনায়
সাদানীল লিপিকে কমলা-মোড়ানো লাল গোঁধূলিতে।


গোঁসাইয়ের দোতারায় শঙ্খচিল মাধুকরি শেষে
এঁকে নিচ্ছে কবিতার মেলা
অনেক দন্ড শান্তির শাদা স্বপ্নে
জেগে উঠছে বিপ্লবের বিচক্ষণতা
শঙ্খ ধ্বনির তুলসীমঞ্চে তখন মা গন্ধ বলছে
এই দেশকে পাকিস্তান দিয়ে ভাগ করো না
এ দেশের ভাষা যে বাংলা।