নৌকো পেরিয়ে জল উঠে আসে।
চোখের পলক জুড়ে
সৃষ্টি হয় নতুন আলোর দল।
ধীরে ধীরে, স্থবির জীবনে
সৃষ্টি হয় নব উদয়ের ভাবনারা।


কতকাল তোমার জন্যই
বসেছিলাম পাহাড় হয়ে।
নদীর মতো কেঁদেছি,
আর আজ তুমি বলছ
তুমি নদীর প্রেমেই মত্ত।


নদী কোন নারী নয়
আমার যন্ত্রণা।
আমার ব্যথা, কান্নার সাগর।


নদীকে প্রেমিক না ভেবে
একাকীত্ব ভাবতে শেখো।


আমার বুকে মিশে যাও।
এই শীতল বরফ দুনিয়ায়
তোমার ওমটুকুই
আমার বেঁচে থাকা।