ভালো আছো কলকাতা!


দুঃখ ফুলের আবদার লেগে থাকে সন্ধ্যারাত্রি।
কলকাতা কতটা সত্য, নিয়নের শিশির চোখে!


ভালো আছো তুমি,
ভালো আছো!
ভালো থাকার জন্যই বেঁচে থাকা।
ভালো থাকার জন্যই বাঁচিয়ে রাখা।


সুখ খুঁজতে খুঁজতে আবদারের টবে
জন্মেছে আগুনপাখি।


এখন সেই আঘাত লিখে রাখে শহর জুড়ে।
নৌকো নদী জানে
এক জন্মের ঘাটে লেগে মৌসুমী।


মধু সন্ধ্যার সু-মনের কান্নাপ্রেম।