বৃষ্টি নামেনি এখনও, চার বছর আগে ফিরেছি আবার
হাসি মুখের মাঝেও তুমি, কেবলই স্নিগ্ধ এ সংসার।


বৃষ্টি নামতেই পারে, না নামলেও ফেরত পাব না ধার
আজ ছোট আলুর তরকারি সাথে লুচি, প্রিয় এ আহার।


ইদ মুবারক বলে, চলে গ্যাছে মিস্ত্রির দল পাখির মতো
তুমি হাসলে মিটে যায়, এ জীবনের রাত জাগার ক্ষত।


কেন তুমি হাসো, তিস্তা জেগে ওঠে মনের গভীর মনে
এখনও আমার নীরবতা, তোমার মায়াকান কী শোনে!


রাত নেমে আসে, জেগে ওঠে পরিযায়ী ভ্রমণ পাখি
তুমি পাশে ছিলে বলেই আজ আমি, এটুকু ডাকাডাকি।


কেন বলব তোমায়, সে সব কথা, কিং সাহেবের ঘাটে
তোমায় নিয়ে এখনও ভাবি, উঠেছে উপন্যাস লেখা লাটে।


এখানে টিভি নেই, ওয়েব সিরিজের বদলে এলো হাওয়া
কাজ চোখ, চুলের গন্ধে আজও, উজান স্রোতেই বাওয়া।


তোমার বলিরেখায় কতদিন ভালো করে দেখিনি সেই চোখে
চার বছর আগের তুমি, হাসি মুখে তাকিয়ে আছো কবি মুখে।


কতটা কবিতা আমার তোমার হয়েছে, জানে করলার জল
এত কিছুই তো লিখি, একটাই জীবন, চুমুটুকুই সম্বল।